কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উত্তরপত্র উধাও! পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
Calcutta University's Bengali department's answer sheet disappeared! Concerned about the future of the students

Truth Of Bengal: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১২০টি উত্তরপত্র রহস্যজনক ভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে, যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এই উত্তরপত্রগুলো দক্ষিণ ২৪ পরগনার কলেজগুলোর অন্তর্গত, তবে ঠিক কোন কলেজগুলি তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
এপ্রিল মাসে বাংলা বিভাগের এমএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাত মাস পর, পরীক্ষার ফলাফল ঘোষণার সময় কর্তৃপক্ষ দেখতে পায় যে ১২০টি উত্তরপত্র অনুপস্থিত।
কীভাবে হারাল উত্তরপত্রগুলো? এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, উত্তরপত্রগুলোর দায়িত্বে থাকা পরীক্ষকদের গাফিলতি অথবা ট্রেন বা গাড়িতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ঘটনায় যেসব পরীক্ষার্থীর উত্তরপত্র হারিয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো সমাধান বা পদক্ষেপ ঘোষণা করা হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধান এবং পরীক্ষার্থীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশাপ্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়তেই থাকবে।