রাজ্যের খবর

নৈহাটিতে শুট আউট, মৃত তৃণমূল কর্মী

Businessman shot dead in Naihati

Truth Of Bengal: নৈহাটিতে শুট আউট। ভরদুপুরে নৈহাটিতে গৌরীপুরে গোয়ালাপাড়া ঘাটের কাছে খুনের ঘটনা। বৃহস্পতিবার নৈহাটির ব্যানার্জি পাড়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই তৃণমূল কর্মী। মৃতের নাম সন্তোষ যাদব। তড়িঘড়ি তাঁকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিন সন্তোষ যাদব টোটো করে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময় বাইকে করে এসে রাজেশ সাউ তাকে টোটো থেকে নামিয়ে দেয়। মারধর করে। ইট দিয়ে মাথায় মারে। সন্তোষের কাছে রিভালবার ছিল সেটা কেড়ে নিয়ে তারই মাথায় গুলি করে মারে। এর পর রাজেশ পালিয়ে যায়। ইতিমধ্যে তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। রাজেশের সঙ্গে এই কাজে অন্য কেউ জড়িত কী নী তাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বিধায়ক সনৎ দে জানিয়েছেন, নিহত সন্তোষ যাদব তৃণমূল কর্মী। রাজেশ সাউ বিজেপি করে। পুলিশ সমস্ত ঘটনা তদন্ত করছে।

Related Articles