রাজনীতিরাজ্যের খবর
Trending
বর্ধমানে তুলকালাম !প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি দিলীপ ঘোষের, দেখুন সেই ভিডিও
Burdwane Tulkalam! Dilip Ghosh clashed with the police during the campaign, watch the video

The Truth Of Bengal Desk: বিনা পারমিশনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচার মিছিল করছিলেন। সেই সময় বর্ধমান সদর থানা পুলিশ আটকাতে যায় দিলীপ ঘোষকে। তার পরই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই নিয়ে সর গরম কোটা পুরো বর্ধমান জেলা জুড়ে, অবশেষে পুলিশকে ধাক্কা দিয়ে মিছিল ছাড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ।
এর আগেও একাধিক বার কখনও বিস্ফোরক মন্তব্য, কিংবা হাতে লাঠি নিয়ে প্রচারে বেরনোর জন্য নানান প্রশ্নের মুখে পরে দিলীপ ঘোষ। একাধিক বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের নামে একাধিক আক্রমণের সুর শোনা যায় বিজেপি প্রার্থীর মুখে। এবার সব কিছুকে পেছনে ফেলে একেবারে পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি করতে দেখা গেল দিলীপ ঘোষকে। দেখুন সেই ভিডিও।