মুর্শিদাবাদে বিজেপিতে ভাঙ্গন, পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য
Breakdown in BJP in Murshidabad, BJP village panchayat member leaves Padma and joins Ghasphool

The Truth Of Bengal : মুর্শিদাবাদ : সুদীপ রায় : তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন সামসেরগঞ্জের নিমতিতার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন বিধায়ক আমিরুল ইসলাম।
ফের বিরোধী শিবিরে ভাঙ্গন। এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সামসেরগঞ্জের নিমতিতার ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রনজিত দাস। শনিবার সকালে সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হকের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এসময় ২৩৬ নম্বর বুথের মেম্বার রনজিত দাস ছাড়াও ২৮ জন সক্রিয় বিজেপির কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে যোগদান করেন। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি শহিদুল ইসলাম, নিমতিতা অঞ্চল তৃণমূলের সভাপতি সামিউল হক, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মইমুর শেখ, শিক্ষক নেতা আবু বারকাত শাহ আলম, সামসেরগঞ্জ ব্লকের দায়িত্বপ্রাপ্ত যুব নেতা আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করলেন বলেই জানান নবাগতরা।