রাজ্যের খবর

আমডাঙায় বোমা-পিস্তল উদ্ধার, গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

Bombs and pistols recovered in Amdanga, notorious criminal arrested

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার খুড়িগাছি গ্রামে তাজা বোমা ও দেশী পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ একটি বড়সড় অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতী ইঞ্জামুল ইসলাম (২৫)-কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইঞ্জামুলের বাড়ির সামনের ইটের টালের নিচে লুকিয়ে রাখা ছিল ড্রাম ভর্তি ১৫টি সুতলি বোমা ও একটি দেশী পিস্তল। এলাকায় তোলাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত ইঞ্জামুলের নামে আগেই তিনটি অভিযোগ থাকলেও এতদিন অধরাই ছিল সে। অবশেষে আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এই বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, এবং কী উদ্দেশ্যে সেগুলি মজুত রাখা হয়েছিল, তা নিয়ে তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ। ধৃতকে রবিবার বারাসাত আদালতে তোলা হবে এবং তার পুলিশ হেফাজতের আবেদন করা হবে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Articles