মুখে কালো কাপড়, ব্যাগে ভরে নিল দামি দামি জিনিস, আর তারপর যা হল…
Black cloth on face, bag full of expensive things, and then what happened...

The Truth Of Bengal : পরপর সাতটি বাড়িতে দুঃসাহসিক চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে সিউড়ির সাজানো পল্লী এলাকায়।
সুত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে সিউড়ি থানার অন্তর্গত সাজানো ফুল এলাকায় সাতটি বাড়িতে চোর চুরি করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল। এরপর তারা একটি অন্য বাড়িতে চুরি করার চেষ্টা করে কিন্তু সফল হতে না পারায় পরপর অন্য দুটি বাড়িতে চুরি করে। একটি বাড়িতে প্রায় ৮ ভরি গহনা সহ নগদ কিছু অর্থ এবং অপর বাড়ি থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোরের দল।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে ওই এলাকার যে সকল বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেই ফুটেজ গুলি সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে চারজন মুখে কালো কাপড় বেঁধে একটি ব্যাগ হাতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করছে বাড়ির ভেতর।