রাজ্যের খবর

বেআইনিভাবে খাল কেটে মাটি বিক্রি, অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধে

BJP panchayat member's husband accused of illegally cutting canal and selling land

Truth Of Bengal: খালের পাড়ের মাটি ও পুকুর কেটে বালি তুলে বিক্রি করার অভিযোগ উঠল পটাশপুর থানার খাড় গ্রামপঞ্চায়েতের মধ্যখাড় বুথে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে বেআইনি কাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

দিনে ও রাতে প্রকাশ্যে জেসিবি মেশিন লাগিয়ে খালের পাড়ের মাটি ও পুকুর কেটে বালি তোলা হচ্ছে। সাধারণ মানুষেদের অসুবিধায় ফেলে দিনের পর দিন চলছে বেআইনি কাজ। কেবল মাটি ও পুকুর কেটে বালি তোলাই নয়, বরং খালের পারে বিক্রি করার অভিযোগও উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যা আগমনী বেরার স্বামী রাধাগোবিন্দ বেরার বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড় গ্রাম দিয়ে বয়ে গেছে ঘাটুয়া খাল। সেই খালের পাশে মধ্যখাড় বুথে রয়েছে বিজেপির বুথ সভাপতি স্বপন দাসের একটি পুকুর। স্থানীয় সূত্রে খবর, সেই পুকুর গভীর করে কেটে বালি তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের ঢালাই হওয়া রাস্তাতেও।

কারণ, পাশেই রয়েছে ঘাটুয়া ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়ে দিনের পর দিন লড়ি করে মাটি নিয়ে যাওয়াতে ব্রিজ ফেটে রড বেরিয়ে এসেছে। এমনই বেআইনি কার্যকলাপ করছেন রাধাগোবিন্দ বেরা। পাশাপাশি খালের পাড় কেটেও মাটি বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এই পঞ্চায়েত সদস্যার স্বামী প্রভাব খাটিয়ে এই সব বেআইনি কাজ করছে দিনের পর দিন। বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি।

Related Articles