রাজ্যের খবর

বারুইপুরে গ্রেফতার বাইক চুরি চক্রের পাণ্ডা, উদ্ধার ৬টি বাইক

Bike theft gang arrested in Baruipur

Truth Of Bengal : বারুইপুর : জাহেদ মিস্ত্রী : হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাইক চুরি বাড়ছিল। বারুইপুর থানার পুলিশের তৎপরতায় অবশেষে ধরা পড়ল বাইক চুরি চক্রের পাণ্ডা। একই সঙ্গে গ্রেফতার বাইক রিসিভারও। উদ্ধার হল দামী ৬ টি বাইক। পুলিশ জানিয়েছে, ধৃত পাণ্ডার নাম অনুপ সামন্ত। রিসিভারের নাম বিমল মণ্ডল। হাওড়ার শ্যামপুরের বাসিন্দা অনুপ। জীবনতলার মৌখালি এলাকার বাসিন্দা বিমল। বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে প্রায়ই বাইক চুরির অভিযোগ আসছিল বারুইপুর থানায়।গত ৩ মে বারুইপুরের বাসিন্দা শক্তি মণ্ডল হাসপাতাল থেকে বাইক চুরির অভিযোগ করে বারুইপুর থানায়। তার পর তদন্তে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, দশ বছর ধরে বাইক চুরির কাজ করছে অনুপ।

উদ্ধার হওয়া বাইক গুলির মধ্যে একটি বাইকের মালিক শক্তি মন্ডল বলেন, “৩ রা মে আমি বারুইপুর হাসপাতালে সুপারের সাথে দেখা করতে গেছিলাম। সাত-আট মিনিট এর কাজ ছিল। কাজ শেষে এসে দেখি আমার বাইক নেই। বাইক চুরি হয়ে গেছে। বারুইপুর থানায় অভিযোগ জানাই। তদন্তে নেমে পুলিশ আমার বাইক সহ ছটি বাইক উদ্ধার করেছে। পুলিশ খুব ভালো কাজ করছে। যা ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে। আমি আশা করতে পারিনি এত তাড়াতাড়ি বাইক ফিরে পাব। পুলিশের উপরে আস্থা ও ভরসা বেড়েছে। আমি খুব খুশি ও আনন্দিত।”

Related Articles