রাজ্যের খবর

গ্রামের অনুষ্ঠানে বাধা বিজিবি-র, বিএসএফ-এর হস্তক্ষেপে কাটল জট

BGB, BSF intervened in the village ceremony and the tangle was broken

The Truth of Bengal: কাঁটাতারের ওপারের হুমকিতে বন্ধ হতে বসেছিল নাম সংকীর্তন অনুষ্ঠান। আসরে নামে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম বিজয়পুরে চলছে গ্রামের পুরনো অনুষ্ঠান। বাংলাদেশের নিরাপত্তারক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামের মানুষ। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম বিজয়পুর। এই বিজয়পুর গ্রামে প্রায় ৩৬ বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবছর সর্বজনীন অষ্টম প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠান হয়ে আসছে।

যে নাম সংকীর্তনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, স্থানীয় মানুষদের জন্য আবেগ এবং ঐতিহ্যের মেলবন্ধনের আর এক নাম। কিন্তু সম্প্রতি প্রতিবেশী দেশ বাংলাদেশের নিরাপত্তারক্ষী বাহিনী বিজিবি সীমান্ত লাগোয়া বিজয়পুর গ্রামে নাম সংকীর্তনে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। গ্রামবাসী অবাক হয়ে প্রশ্ন তোলে অন্য রাষ্ট্রের নিরাপত্তারক্ষীরা কীভাবে আমাদের দেশে হস্তক্ষেপ করতে পারে? গ্রামের মানুষ বিএসএফ-এর কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করে। শেষপর্যন্ত বিএসএফ-এর হস্তক্ষেপে শুরু হল বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাম সংকীর্তনের অনুষ্ঠান।

শেষপর্যন্ত তাঁদের অনুষ্ঠান হওয়ায় গ্রামবাসীরা বিএসএফ-কে কৃতজ্ঞতা জানিয়েছে। বিজয়পুর গ্রামের মানুষ ভারতের নাগরিক। তবে তাঁরা কাঁটাতারের জিরো পয়েন্টে বসবাস করেন। বিএসএফ-এর নজরদারিতে এখানে বসবাসে তাঁদের কোনও সমস্যা হয় না। তারা সুষ্ঠুভাবে জীবন যাপন করেন। আর পাঁচটা গ্রামের মতোই আনন্দ উৎসবের মুখর হয়ে থাকে এই গ্রাম। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু বিজয়পুর গ্রামের মানুষ নয় পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ শামিল হয়। আর সেই অনুষ্ঠান বন্ধ করাই লক্ষ্য ছিল বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর। যা বিএসএফ-এর তৎপরতায় সম্ভব হয়নি।

Related Articles