
The Truth Of Bengal: আলুর গোডাউনের আড়ালে চলছে মাদক কারবার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় ডালখোলা থানার পুলিশ। আর তারপর সেখান থেকেই উদ্ধার হয় ১৮ হাজার কফ সিরাপের বোতল। ডালখোলা থানার অসুরাগর ৩১ নং জাতীয় সড়কে পাশে আলুর গোডাউন মধ্যে রাখা ছিলো কফ সিরাপের কার্টুন।
পুলিশ জানিয়েছেন আলুর গোডাউন মালিকের নাম মহমদ মনজুর বাড়ি বিহারের কিশানগঞ্জ থানার মহমদপুর গ্ৰামে দীঘদিন ধরে আলুর গোডাউন ভাড়া দেওয়া ছিল বলে জানিয়েছেন আলুর গোডাউন মালিক, উদ্ধার হওয়া কফ সিরাপ বোতলগুলি হিমাচল প্রদেশ থেকে আনা হয়েছে বলে অনুমান পুলিশের। পাশাপাশি বাংলাদেশ প্রচারের উদ্দেশ্য মজুত রাখা হয়েছিলো অসুরাগর আলুর গোডাউনে। সীমান্ত পেরিয়ে আগেও এরকম একাধিক পাচারের ঘটনা এসেছে প্রকাশ্যে। আর এবারও কী তাহলে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, সেই প্রশ্নই সামনে আসছে।
স্বাভাবিকভাবে, ঘটনার পর থেকেই উধাও আলুর গোডাউনে মালিক সহ শ্রমিকরা। ইসলামপুর ম্যাজিস্ট্রেট সাহাবাজ সোহেলের উপস্থিতিতে কফ সিরাপ কাটুন গুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ডালখোলা থানার পুলিশ তদন্ত শুরু করেছেয। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।