রাজ্যের খবর
গুপ্ত অভিযান চালিয়ে বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দ বাজি, ধৃত ১
Banned fireworks seized in secret raid, 1 arrested

Truth Of Bengal: অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হল নিষিদ্ধ শব্দ বাজি। এমনই ঘটনা ঘটল হালিশহরের ৩ নম্বর ওয়ার্ডে। শনিবার আচমকাই অভিযান চালায় হালিশহর থানার পুলিশ। এদিন তারা অভিযান চালিয়ে ওই এলাকা থেকে প্রায় সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করে।

আরও জানা যায়, শনিবার হালিশহর থানার পুলিশ এসিপি বিজপুরের নেতৃত্বে হালিশহরের ৩ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার দেবু খানের বাড়িতে অবৈধভাবে মজুত করা একটি ঘরে আচমকা অভিযান চালায়। এরপর এই ঘটনায় একজন ব্যক্তিকে আটক কর হালিশহর থানার পুলিশ। এতো পরিমাণ বাজি ওই এলাকায় কীভাবে এল তার তদন্ত চালাতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আরও জানা যায়, রাতে আরও কিছু স্থানে অভিযান চালানো হবে। পাশাপাশি নির্দিষ্ট ধারায় মামলাও দায়ের করা হবে।