রাজ্যের খবর

সুন্দরবনে ফের সক্রিয় বাংলাদেশি গরু পাচারকারী

Bangladeshi cattle smugglers are active again in Sundarbans

The Truth Of Bengal : বাংলাদেশ যাওয়ার পথে সুন্দরবনের নদীপথে তল্লাশি চালিয়ে বারোটা গরু বোঝাই একটা ভুটভুটি উদ্ধার করল পুলিশ।পুলিশের অনুমান গরুগুলো গোসাবার শম্ভুনগর থেকে বাংলাদেশে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল । পাচার করা গরুগুলিতে কামাখ্যাপুর খেয়াঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত বেশ কয়েক মাস সুন্দরবনের নদীপথ ব্যবহার করে গরু পাচার বন্ধ ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার গরু পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সেই মতো স্থানীয় পুলিশ-প্রশাসন কড়া নজরদারি চালিয়ে গরু পাচার বন্ধ করে দিয়েছিল।

কিন্তু সম্প্রতি বেশ কিছু পাচারকারী আবার সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই সুন্দরবনের একাধিক নদীপথ ব্যবহার শুরু করেছে তারা  ।  আর এই ঘটনায় আরও একবার সুন্দরবনের করিডোর ব্যাবহার করে বাংলাদেশে গরু পাচারের বিষয়টা সামনে চলে এলো।

Free Access

Related Articles