শিবরাত্রি আসন্ন, জলপাইগুড়ির ৬৩ বছরের পুরনো শিব মন্দিরে প্রস্তুতি তুঙ্গে
As Shivaratri approaches, preparations are in full swing at the 63-year-old Shiva temple in Jalpaiguri

The Truth Of Bengal, jalpaiguri: জলপাইগুড়ি জেলায় -৬৩ বছরের পুরনো শিব মন্দিরে শিবরাত্রির প্রস্তুতি একেবারেই তুঙ্গে। নতুন রূপে সেজে উঠেছে শিব মন্দির। ইতিমধ্যেই নতুন শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছে ভক্তদের জন্য।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ী ফালাকাটা শ্রী শ্রী শিব ও কালিকা মন্দির করোতোয়া ব্যারেজ ও আমবাড়ি পুলিশ ফাঁড়ি উদ্যোগে শিবরাত্রি উপলক্ষে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে শ্রী শ্রী শিব ও কালিকা মন্দির। জানা যায়, প্রায় ৬৩ বছর পুরনো এই মন্দির, দীর্ঘদিন হল ভগ্ন দশায় পরিণত হয়েছিল। সেই মন্দিরকে নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে। রাত পার হলেই শিবরাত্রি, তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মন্দিরে।
এই বিষয়ে মন্দির কমিটির সভাপতি কানাইলাল বিশ্বাস জানায়, “আগামীকাল রয়েছে চতুর্দশী, ভক্তের ঢল নামবে মন্দিরে। নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির। শুধু তাই নয় নতুন শিবলিঙ্গ আনা হয়েছে মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনও করা হয়েছে তিন দিন ধরে।
FREE ACCESS