নদীয়ায় আগ্নেয়াস্ত্র পাচারের আগেই পুলিশের জালে গ্রেফতার ৩
Arrested in police net before smuggling firearms in Nadia 3

The Truth Of Bengal, নদীয়া, মাধব দেবনাথঃ আবারো বড়সড় সাফল্য নদীয়ায় পুলিশের। উপকরণ ও হিরোইন সহ পুলিশের জালে গ্রেফতার তিন অভিযুক্ত।
নদিয়ার পলাশীপাড়া থানার বড়নল দহ উত্তর পাড়ায় অভিযান চালিয়ে ৮০ কেজি ৮৬৩ গ্রাম হেরোইন তৈরির উপকরণ এবং ৮৩৮ গ্রাম হেরোইন সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল পলাশীপাড়া থানার পুলিস। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আরিজুল্লা সেখ,ইউসুফ সেখ ও মোজাফর সেখ। প্রত্যেকের বাড়ি ওই এলাকায়। আরিজুল্লা সেখ ও ইউসুফ সেখ সম্পর্কে বাবা ও ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে এস ডিপিও তেহট্ট ও পলাশীপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিস আধিকারিক সুমিত ঘোষের নেতৃত্বে একটি ১০০-১৫০ সদস্যর পুলিশ বাহিনী সোমবার আরিজুল্লা সেখের বাড়িতে হানা দিয়ে হেরোইন তৈরির উপকরণ ও হেরোইন উদ্ধার করে। একই সাথে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। এদিন ধৃতদের কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হয়।
FREE ACCESS