রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ, দুর্ভোগে এলাকাবাসিরা
Arambagh flooded by continuous rain overnight, local residents suffer

The Truth Of Bengal,সৌভিক গোস্বামী,আরামবাগ: রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড।
রাস্তা উপচে জল ঢুকেছে বাড়িতেও।জল যন্ত্রণা নিয়ে ক্ষোভ স্থানীয়দের।উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার অভিযোগ বিজেপি কাউন্সিলরের।যদিও পাম্প দিয়ে জল বের করার চেষ্টা পৌরসভার।
বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টি হয় আরামবাগে।আর সেই বৃষ্টির জল জমে জলমগ্ন পরিস্থিতি আরামবাগ পৌরসভার ২,৩,৬ ও ১৯ ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায়।জল ঢুকেছে সরকারি ব্যাঙ্কের ভেতরেও।অন্যদিকে রাস্তায় এক হাঁটু সমান জল জমার পাশাপাশি বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে।তার জেরে রান্না বান্না ছেড়ে দিয়ে ঘরের আসবাবপত্র সামলাতে ব্যস্ত বাসিন্দারা।
অভিযোগ, প্রায়শই ভারী বৃষ্টি হলেই জল জমে এই সমস্ত এলাকায়।পৌরসভার পক্ষ থেকে কোনো উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তোলেন বাসিন্দারা।তাই বাধ্য হয়েই এই জল যন্ত্রণা ভোগ করতে হয় বলে অভিযোগ।
যদিও আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় জানান, আন্ডার গ্রাউন্ড ড্রেনের কাজের জন্য একটু সমস্যা হয়েছে।তবে পাম্প দিয়ে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে জমা জল বের করার চেষ্টা করছে পৌরসভা।
বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখছেন কাউন্সিলররা।তবে আরামবাগ পৌরসভার ১৯ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের দাবি,এর দায় পৌরসভার।উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই জলমগ্ন পরিস্থিতি। তার পরেও সকাল থেকে পৌরসভার কাউকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।চেয়ারম্যানকে ফোন করে পাওয়া যায়নি।