রাজ্যের খবর

ফের বঙ্গ সফরে অমিত শাহ, এসএসবির প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ

Amit Shah to visit Bengal again, attend SSB foundation day

Truth Of Bengal: দেশের নিরাপত্তাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। একথা বারবার স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মাঝেই  উত্তরবঙ্গে পা রাখেন শাহ।সশস্ত্র সীমা বল বা এসএসবির ৬১ তম প্রতিষ্ঠাদিবসে যোগ দিতে দিল্লি থেকে  বাগডোগরায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

শুক্রবার শিলিগুড়ির রানীডাঙায় এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। বৃহস্পতিবার রাতে এয়ারফোর্সের বিশেষ বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। ২০ডিসেম্বর প্রতি বছর  এসএসবির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। সেই উপলক্ষে প্যারেড এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে অমিত শাহের।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্যারেড গ্রাউন্ডে চলবে সীমা সুরক্ষা বলের অনুষ্ঠান। এরপর অমিত শাহের ফিরে যাওয়ার কথা এসএসবির সদর দফতরে। সেখানেই তিনি মধ্যাহ্নভোজ করতে পারেন। তারপর তিনি সীমা সুরক্ষা বলের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন সেখানে। দুপুর ৩টে-র পর   বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে উড়ে যাবে অমিত শাহের বিমান।

Related Articles