নদিয়ায় লরির সঙ্গে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, মৃত ৩, আহত আরও চার
Ambulance collides with lorry in Nadia, 3 dead, 4 injured

Truth Of Bengal: নদিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার লরি ও অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন তিনজন অ্যাম্বুল্যান্স আরোহীর, আহত হয়েছেন আরও চার জন। মৃতদের মধ্যে একজন পুরুষ ও দু’জন মহিলা। নদিয়ার হরিণঘাটা থানার জাগুলি মোড় ১২ নম্বর জাতীয় সড়কে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে।
নদিয়ায় লরির সঙ্গে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, মৃত ৩, আহত আরও চার pic.twitter.com/eZKcHumqbz
— TOB DIGITAL (@DigitalTob) March 2, 2025
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে চিকিৎসার উদ্দেশ্যে ঝাড়খণ্ডের পাকুর থেকে কলকাতায় যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্সটি যখন হরিণঘাটা থানার জাগুলি মোড়ের কাছে আসে তখন লরির সঙ্গে ধাক্কা লাগে। যার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন অ্যাম্বুলেন্স আরোহী। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।