সপ্তম দফার ভোটের আগে ডিসিআরসি সেন্টারে তীব্র উত্তেজনা
Ahead of the seventh phase of polling, tension is high at the DCRC centre

The Truth Of Bengal : সপ্তম দফার ভোটের আগে ডিসিআরসি সেন্টারে তীব্র উত্তেজনা দেখা যায়।বিক্ষুব্ধ ভোট কর্মীরা অভিযোগ করেন, চূড়়ান্ত অব্যবস্থা হচ্ছে। কেন নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি তাই নিয়ে সরব হন অনেকে।শেষ দফার ভোটের আগে ইডেন গার্ডেন্সের সামনে গাড়ি চালকরাও ক্ষোভ উগরে দেন।
শনিবার.শেষ দফার নির্বাচন,কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম এবং বসিরহাট কেন্দ্রে। কিন্তু সেই ভোটের আগে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠেছে। ভোটকর্মীদের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হেস্টিংস হাউজ ডিসিআরসি সেন্টার। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৫২ টালিগঞ্জ বিধানসভার জন্য বরাদ্দ এই ডিসিআরসি সেন্টার। সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই ডিসিআরসি সেন্টার। ডিসিআরসি সেন্টারটির বন্দোবস্ত করা হয়েছে আলিপুর হেস্টিংস হাউজে। এখানে আগত ভোটকর্মীদের অভিযোগ, সকাল থেকে ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পুলিশ ট্যাগিং করা সম্ভবপর হয় নি।
এছাড়া, মাইক্রো অবজারভারদের পরিচালনার ক্ষেত্রেও রয়েছে চূড়ান্ত অব্যবস্থা, এমনটাই অভিযোগ তাঁদের। পাশাপাশি, ভোট কর্মীদের জন্য নেই খাওয়ার এবং শৌচাগারের সঠিক ব্যবস্থা। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো সত্ত্বেও লাভের লাভ কিছু হচ্ছেনা বলেই মন্তব্য ভোটকর্মীদের।
এছাড়া, রিজার্ভ পোলিং পার্সোনেল দেরকে সঠিকভাবে ভোটকেন্দ্রের ইনফরমেশন দেওয়া হচ্ছে না বলেও, অভিযোগ তাঁদের। শুধু তাই নয়, বেলা গড়িয়ে গেলেও ভোটের সরঞ্জাম না পাওয়ায়, ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সব মিলিয়ে, কমিশনের চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন ভোট কর্মীরা।একইভাবে নির্বাচন পরিচালনার জন্য গাড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইডেন গার্ডেনসের সামনে৷ সেখানে কমিশনের তরফ থেকে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, গাড়ি নিয়ে চালকরা এখানে এসে উপস্থিত হন শুক্রবার সকাল নটা নাগাদ৷তেলের স্লিপ,জল,খাবার বন্টনে অব্যবস্থার অভিযোগ করে গাড়ি চালকরা ক্ষোভ উগরে দেন।