উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে চারে চার তৃণমূলের, কলকাতা ফিরেই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী
After defeating the BJP in the by-elections, the Trinamool responded by returning to Calcutta

The Truth Of Bengal: উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরাট জয়। ৪-০ জয়। তৃণমূল কংগ্রেসের এই বিরাট জয়ে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই থেকে কলকাতায় ফিরে এয়ারপোর্টে দাঁড়িয়ে চার কেন্দ্রের জয় নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন “অনেক চক্রান্ত হয়েছিল, একদিকে এজেন্সি, একদিকে বিজেপি। মানুষ সব রুখে দিচ্ছেন।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় আগামী ২১ জুলাই ‘শহিদদের’ উৎসর্গ করা হবে। তৃণমূল সুপ্রিমো বলেন, সমস্ত ষড়যন্ত্রের জবাব এই ভোটের ফলাফলের মধ্য দিয়ে দিয়েছেন সাধারণ মানুষ। এই জয়ের কৃতিত্ব বাংলার মা-মাটি-মানুষের। মমতা বলেন, এই জয়ের ফলে দলের সামাজিক দায়বদ্ধতা আরও বেড়ে গেল।কলকাতা এয়ারপোর্টে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, সাধারণ মানুষের পাশে আরও বেশি করে দাড়াতে হবে।শান্তি সম্প্রীতি মিলিয়ে আগামী দিনের কাজ করব আমরা। অনেক চক্রান্ত সত্যেও মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে।
উপ নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। মা মাটি মানুষকে ধন্যবাদ জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, গোটা দেশে ‘ইন্ডিয়া’র পক্ষে রায়। মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সারা ভারতেই আমি শুনেছি বিজেপি পরাস্ত হয়েছে। গোটা দেশে বিজেপি বিরোধী হওয়া দেখা যাচ্ছে।’