রাজ্যের খবর

কালী পুজোয় শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত লোকাল ট্রেন

Additional local trains on Sealdah Division during Kali Puja

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: দক্ষিণেশ্বর ,কালীঘাট মন্দির এ কালীপুজোয় পুণ্যার্থী দের প্রবল ভিড় হয় মা কালীকে দর্শনের জন্য। এছাড়াও, মধ্য কলকাতা এবং উত্তর ২৪ পরগনা র বারাসাত, মধ্যমগ্রাম , বনগা অঞ্চলে বেশ কিছু ভালো ভালো উচ্চ বাজেট এর থিম এর বারোয়ারি কালীপুজো অনুষ্ঠিত হয়। দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে ওই সব কালী পুজোর মন্ডপে।

কালীপূজা ও দীপাবলির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন ৩১ অক্টোবর ও ১ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে। যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেনগুলো যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।

শিয়ালদহ-বারাসাত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।

শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে।

শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছাবে।

এছাড়াও, শিয়ালদহ ডিভিশন ৩১.১০.২০২৪ ছুটির দিন হওয়া সত্বেও সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতো ট্রেন পরিষেবা চালানোর পরিকল্পনা করেছে, যা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন গুলিতেও থামবে।

Related Articles