দুয়ারে সরকার শিবির পরিদর্শনে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, মহিলাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস
Duare Sarkar

The Truth of Bengal: ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তা। এদিন তিনি গাদং হুজুরিয়া মাদ্রাসার মাঠে হওয়া শিবিরে গিয়ে প্রতিটি দপ্তরে থাকা কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জানতে চান এদিন কতজন দুয়ারে সরকার শিবিরে এসেছেন। বিশেষ করে তিনি কথা বলেন স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের সাথে।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, স্বনির্ভর হতে তারা বিভিন্ন ধরনের কাজ শুরু করেছেন। এরপর চিফ সেক্রেটারি তাদের কাছে জানতে চান সরকারি কোনো সুবিধা বা এবিষয়ে কোনো ট্রেনিং নিয়েছেন কিনা। এরপর তাদেরকে আরো ট্রেনিং ও সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান।
মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে ভীষণ খুশি। তারা বলেন,” ট্রেনিংয়ের ব্যবস্থা সহ সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ সেক্রেটারি। আমরা এতে ভীষণ খুশি। এরফলে অনেকে স্বনির্ভর হতে পারবে।”
এদিকে সমস্ত দপ্তরের কর্মীদের সাথে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” এতদিন ধরে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে প্রচুর মানুষ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন। রাজ্য সরকার বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ায় এটা সম্ভব হয়েছে।”
এদিন এডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তার সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা, স্মৃতি সুব্বা, ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ অনেকে।