প্রায় ৩ কেজি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নদীয়ায়
About 3 kg of rare species of turtles were rescued in Nadia

Truth Of Bengal: বাগানের ভেতর থেকে উদ্ধার বিশালাকার পূর্ণ বয়স্ক একটি কচ্ছপ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরের ফুলিয়ায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার ফুলিয়ার পুমলিয়া এলাকার মানুষজন কাজে যাওয়ার সময় একটি বাগানের মধ্যে একটি বিশালাকার কচ্ছপ দেখতে পান। এরপর খবর জানাজানি হতেই কচ্ছপ দেখতে বাগানে ভিড় জমান স্থানীয় মানুষজন। পরে বনদপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
বনদপ্তর সূত্রের খবর, উদ্ধার হওয়া পূর্ণ বয়স্ক এই কচ্ছপের ওজন প্রায় ৩ কেজি। তবে কি ভাবে ওই কচ্ছপ ওই এলাকায় এলো তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন এলাকাবাসী।
বনদপ্তরের কর্মীরা জানাচ্ছেন, এই কচ্ছপটি বিড়ল প্রজাতির। সচরাচর এই ধরনের কচ্ছপ জনবহুল এলাকাতে দেখা যায় না। তবে এই আম বাগানের আশেপাশে রয়েছে নদী-নালা, সেই কারণে কোনরকমভাবে এই বাগানে ঢুকে পড়ে কচ্ছপটি।