রাজ্যের খবর

উপকূলে ফেরার সময় ডুবে গেল একটি ট্রলার, উদ্ধার ১৮ জন মৎস্যজীবী

A trawler sank while returning to shore, 18 fishermen rescued

The Truth Of Bengal : কাকদ্বীপ : সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস্ট পাইপ ফেটে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে, বুধবার বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছাকাছি। তবে ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় মৎস্যজীবী সংগঠন সুত্রে খবর, এফ. বি. রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল। কেঁদো দ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটির হোস্ট পাইপ ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে। ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায়। ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশাপাশি থাকা এফ. বি. সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। মৎস্যজীবীরা সবাই সুস্থ রয়েছেন।

Related Articles