অ্যাম্বুলেন্স সহ ৩ টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ ! আহত ৩
A terrible collision with 3 cars with an ambulance! Injured 3

The Truth Of Bengal Desk: পূর্ব বর্ধমান জেলায় নবাব হাট এলাকায় জাতীয় সড়কের ওপরে একটি অ্যাম্বুলেন্স ও একটি ডাম্পার এবং একটি প্রাইভেট চার চাকা গাড়ির ভয়াবহ সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত ৩। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমদ্ধেই ৩ টি গাড়ি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসির সুত্রে জানা গেছে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে দুর্গাপুর দিক থেকে বর্ধমান দিকে আসছিল রং রুটে। এবং সেই জন্যই ঘটে এই দুর্ঘটনা। এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায় অ্যাম্বুলেন্সে চালকসহ সহকর্মী ও পেসেন্ট ও তার বাড়ির লোক আশঙ্কাজনক। ঘটনার পর তড়িঘড়ি এলাকাবাসী তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো ব্যবস্থা করে। এবং প্রাইভেট গাড়ি থেকে তিনজন ফ্যামিলিকে নামিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয়া হও যাতে তাদের উপর কেউ চড়াও না হয়। আপাতত তিনজন গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাই রয়েছেন, তবে পরিস্থিতি অনেকটাই খারাপ রয়েছে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনটে গাড়ি আটক করেছে বর্ধমান সদর থানার পুলিশ ।