রাজ্যের খবর

বন্ধুদের সঙ্গে বচসার জের, মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ যুবকের

তাকে বাঁচাতে আর এক বন্ধুও ঝাঁপ দেয়

The Truth of Bengal: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে মাঝগঙ্গায় ঝাঁপ মারল বছর উনিশের এক যুবক। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায়।

পুলিশ সূত্রের খবর,  বুধবার, চারজন বন্ধুবান্ধবী চন্দরনগর বেড়াতে যায়। তারা চন্দননগর থেকে যখন ফিরছিল প্রমোদ চৌধুরী নামে এক যুবক আচমকাই গঙ্গায় ঝাঁপ দেয়। তাকে বাঁচাতে আর এক বন্ধুও ঝাঁপ দেয়, কিন্তু প্রমোদকে খুঁজে পাওয়া যায়নি, সেতলিয়ে যায়। এরপরেই, তাঁর খোঁজে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের।

প্রশাসনিক সূত্রের খবর, প্রমোদের খোঁজে বেশ কয়েকটি জায়গায় জোর তল্লাশি চালানো হচ্ছে। প্রমোদের পরিবারের অভিযোগ, সে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর লঞ্চের কোনও কর্মী সাহায্যের জন্য এগিয়ে যায়নি। পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, প্রমোদকে খোঁজা হচ্ছে। পাশাপাশি, কেন সে ঝাঁপ দিল, সে বিষয়ে ওর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হবে।