বাংলাদেশের জেলে আটক ৮৪ জন মৎস্যজীবী, আতঙ্কে পরিবার
84 fishermen detained in Bangladesh, families in fear

Truth Of Bengal: দেখতে দেখতে প্রায় দুমাস অতিবাহিত। এখনও প্রশাসনের আশ্বাসই সার। দুমাস অতিবাহিত হলেও, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার দুটি ধাপে প্রায় ৮৪ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে আটক। এই মৎস্যজীবীরা কবে ফিরবে সেই বিষয়ে আতঙ্কে পরিবার।
জানা যাচ্ছে, তাদের অপরাধ ভারতীয় জনসীমা লঙ্ঘন করে বাংলাদেশে মাছ ধরতে ঢুকেছিল। ১ লা অক্টোবরের শেষের দিকে ৭৮ জন মৎস্যজীবী বাংলাদেশী নৌসেনার হাতে ধরা পড়ে। পরবর্তীকালে ডিসেম্বরের ১ তারিখে আরো ১৬ জন মৎস্যজীবী।
তারপর থেকেই অসহায় পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছেন। প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে।
তবে মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, বিগত দিনে বাংলাদেশে ধরা পরার দু মাসের মধ্যে ফিরিয়ে আনে তাকে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে দুমাস অতিবাহিত হলেও অনিশ্চয়তা দেখা দিয়েছে এখন ফিরে আসার। তবে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।