রাজ্যের খবর

মুর্শিদাবাদে ভয়াবহ পথ দূর্ঘটনায় গুরুতর আহত ২

2 seriously injured in a terrible road accident in Murshidabad

The Truth Of Bengal: আবারো জলঙ্গীর রাজ্য সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দূর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মোড়ে।

দীর্ঘ দিন ধরে বহরমপুর জলঙ্গী রাজ্য সড়ক বেহাল অবস্থায় ছিল একটি ছোট কালভার্ট । এরপর মেরামতির কাজ শুরু হয়। রাস্তা সচল রাখতে পাশের নয়ান জুলিতে মাটি ভরাট করে চলছিল যাতায়াত।সেখান দিয়ে বালি বোঝাই একটি ডাম্পার যেতে গেলেই ঘটে যায় ভয়াবহ বিপত্তি। ওই স্থানেই পাল্টি খায় ডাম্পারটি। এরপর হঠাৎ বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ছুটে এসে গাড়ীর ভেতর থেকে চালক এবং খালাসিকে কোনোরকম উদ্ধার করে দুজনকেই গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় তাদের চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দৌলতাবাদ থানার পুলিশ। এরপর তাঁরা গাড়ি থেকে বালি খালি করে গাড়িটিকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

FREE ACCESS

Related Articles