রাজ্যের খবর

জমা পড়েছিল ১৫৮৬ টি মনোনয়ন, কিন্তু প্রার্থী হলেন ৬৯৫ জন! কমিশনের দেওয়া তথ্যে তোলপাড়

1586 nominations were submitted, but 695 candidates! The information provided by the commission is confusing

The Truth Of Bengal : নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৫৮৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবশেষে দেখা গেল প্রার্থী হিসেবে রইলেন ৬৯৫ জন। বাকিরা কেউ আর প্রার্থী হিসেবে রইলেন না। সারাদেশে পঞ্চম দফা ভোটের চূড়ান্ত প্রার্থী তালিকার পরিসংখ্যান এমনটাই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম দফায় সারাদেশে আটটি রাজ্যে নির্বাচন হবে। এই আট রাজ্যের মোট ৪৯ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী ২০ মে। ওইদিন সবচেয়ে বেশি ভোট গ্রহণ হবে উত্তরপ্রদেশের ১৪ টি লোকসভা কেন্দ্রে। মহারাষ্ট্রের ১৩ টি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফায় নির্বাচন। এছাড়াও পশ্চিমবঙ্গের ৭টি, ওড়িশার ৫টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের তিনটি এবং জম্মু-কাশ্মীর ও লাদাখের একটি করে আসনে নির্বাচন হবে। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছিল মহারাষ্ট্রের ১৩ টি লোকসভা আসনের জন্য।

সেখানে মনোনয়নপত্র জমা পড়ে ৫১২ টি। এরপর ৪৬৬ টি মনোনয়নপত্র জমা পড়ে উত্তর প্রদেশের ১৪ টি আসনের জন্য। এছাড়া বিহারে পাঁচটি কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা পড়েছিল ১৬৪ টি, পশ্চিমবঙ্গে সাতটি কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা পড়ে ১৬৩ টি। ৪৯টি লোকসভা কেন্দ্রে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ১৫৮৬ টি। মনোনয়নপত্র খতিয়ে দেখার পর ৭৪৯ জন বৈধ প্রার্থী হিসেবে থাকেন। শেষ পর্যন্ত অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আর তাই যত মনোনয়নপত্র জমা পড়ে তার অর্ধেকেরও কম প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। ৬৯৫ জন পঞ্চম দফায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। অর্ধেকেরও বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া বা মনোনয়ন প্রত্যাহার করা নিয়ে বিভিন্ন মহলে আলোচনায় উঠে এসেছে। অংশ কমিশন এর পিছনে কোন অস্বাভাবিকতা দেখছে না।