ডুয়ার্সের মেটেলি ব্লকে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ১০-১২ বাড়ি, আতঙ্কে এলাকাবাসী
10-12 houses damaged in elephant attack in Dooars' Meteli block, locals in panic

Truth Of Bengal: গভীর রাতে বাইকে করে বাড়িতে ফিরছিলেন ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা বিডিও অফিস পাড়ার বাসিন্দা নকুল রায়। হঠাৎ ওই সময় রাস্তার উপরে একটি হাতির মুখোমুখি পড়ে যান তিনি। জানা গিয়েছে ঐ সময় বাইক রেখে তিনি পালিয়ে যান। এরপর হাতিটি ওই এলাকার প্রায় ১০ থেকে ১২টি বাড়ির ক্ষতি করে। বহু বাড়ির কংক্রিটের সীমানা প্রাচীর ও গেট ভেঙে দেয়। রীতিমতো এলাকায় তান্ডব চালায় হাতিটি।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে চালসার বিডিও অফিস পাড়া এলাকায়। যদিও খবর পাওয়ার পর রাত্রেই এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা। চালসা সংলগ্ন জনবহুল এই এলাকায় হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকায় হাতির হানা রুখতে বন কর্মীদের রাতে নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন সকলেই।
উল্লেখ্য, এবছর অষ্টমীর রাতে এই এলাকা সংলগ্ন মঙ্গলবাড়ী নতুন পাড়া এলাকায় হাতির হানায় ছয় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা জানা গিয়েছে। এদিন খবর পেয়ে এলাকায় যান চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার। বাসিন্দারাদের অনুমান, জঙ্গলে হাতিদের খাবারের অভাব থাকার জন্যই তারা লোকালয়ে চলে আসছে। এ বিষয়ে বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন বাসিন্দারা।
বনদপ্তরের খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন এলাকায় হাতির আগমন হচ্ছে। খবর পেলেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়। জঙ্গল সংলগ্ন হাতি প্রবণ এলাকায় রাতে সবাইকে সাবধানে থাকারও পরামর্শ দেওয়া হয় বনদপ্তরের তরফে।