Truth of Bengal: আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুহাম্মদ ইউনুস। সোমবার সন্ধ্যার বিমানে করে উড়ে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চার দিনের সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে রয়েছে কয়েকটি বৈঠক।
সিএ-এর কাতার সফর সম্পর্কে, তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সিএ কাতার দাতব্য সংস্থা এবং কাতার ফাউন্ডেশনের সাথে বৈঠক করবেন এবং আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, যেহেতু বাংলাদেশের সাথে কাতারের এলএনজি আমদানির বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, তাই জ্বালানি খাতে বৃহত্তর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, ২৩শে এপ্রিল একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন হবে এবং ইউনূস রোহিঙ্গা ইস্যুতে একটি সম্মেলনে বক্তব্য রাখবেন যেখানে বিশ্বব্যাপী অংশীদারদের যোগদানের আশা করা হচ্ছে।
সফরকালে সিএ-র সাথে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। সফর শেষে ২৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে ইউনুসের।