মেদিনীপুর কলেজে এসএফআই – টিএমসিপি হাতাহাতি, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
SFI-TMCP clash at Midnapore College, large police force at the scene

Truth of Bengal: আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আর এই দিনেই রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এই আবহে সোমবার সকাল থেকেই উত্তেজনা মেদিনীপুর কলেজে। এসএফআই অভিযোগ করেছে যে, কলেজে লাগানো তাদের ব্যানার, পোস্টার ছিঁড়ে দিয়েছে টিএমসিপির সমর্থকরা। আর তার জেরেই তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে এসএফআই সমর্থকরা। বচসা ক্রমেই হাতাহাতিতে পরিনত হয়। সব মিলিয়ে একপ্রকার উত্তপ্ত মেদিনীপুর কলেজ চত্বর।
প্রতিদিনের মতো সোমবার ছাত্রছাত্রীরা কলেজে আসেন। কিন্তু তাদের কলেজে প্রবেশে বাধা দেয় এসএফআই সমর্থকরা। এর পাল্টা প্রতিবাদ করে টিএমসিপি। তা নিয়েই বচসা বেধে যায় দুপক্ষের। সময় গড়াতে এই বচসা হাতাহাতিতে রুপ নেয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে কলেজে আসে বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, তাদের সাথেও দুর্ব্যবহার করে এসএফআই সমর্থকরা। সবমিলিয়ে এখনও থমথমে পরিবেশ মেদিনীপুর কলেজ চত্বর।