ভ্রমণ

শীতের ডেস্টিনেশন আদিনা ইকোপার্ক, গৌড় বঙ্গ ও সবুজ ঘেরা অরণ্য…

The winter destination is Adina Ecopark, Gaur Banga and surrounded by greenery

The Truth OF Bengal: সামনেই বড়দিনের ছুটি ও নতুন বছর আসতে চলেছে । এই মরশুমে সকলেরই একটু ঘুরতে যেতে মন চায়। প্রতি বছর তো পার্কস্ট্রিটের বড় দিনের উৎসব আলোকসজ্জার দেখেনই,  এবার না হয় কয়েক দিনের জন্য ঘুরে এলেন গৌড় বঙ্গের ইতিহাসের মাঝে সবুজ ঘেরা অরণ্য আদিনা ডিয়ার ফরেস্ট লাগোয়া আদিনা ইকোপার্ক।

শীত পড়তেই পর্যটকদের ঢল মালদার আদিনা ইকোপার্কে। মালদার গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে জঙ্গলে ঘেরা আদিনা ডিয়ার ফরেস্ট। কেবল মালদাই না দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তর দিনাজপুর, ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে  বহু পর্যটক এখানে আসেন ভ্রমণে।  আর সেই ফরেস্টকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ইকোপার্ক। নানা গাছের সম্ভারে তৈরি এই ফরেস্ট হল পাখিদের স্বর্গরাজ্য। শীতের মরশুমে নানা রঙের পাখির দেখা মেলে এই ফরেস্টে। বিভিন্ন ধরনের দেশি বিদেশী পাখি ছাড়াও এখানে ধরা দেবে হরিণ, নীল গাই, বুনো শুয়োর, শিয়াল প্রভৃতি জীবজন্তু।

১০০ হেক্টর জমির উপর তৈরি এই ফরেস্ট। আদিনা ফরেস্ট এর কাছেই রয়েছে আদিনা মসজিদ, গোল গম্বুজ, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ ইত্যাদি। আদিনা মসজিদকে ঘিরেও বহু পর্যটকের আনাগোনা লেগে থাকে। এছাড়াও আদিনা পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার জন্য নানা রকম সরঞ্জাম। সাইকেলিং থেকে শুরু করে ছোটদের চার চাকা গাড়িতে ভ্রমণ, ব্যাটারি চালিত গাড়িতে ভ্রমণ, ফটোশুট, সেলফি  জোন এমনই নানা রকম পর্যটকদের মনোরঞ্জন ব্যবস্থা নিয়েই চালু হয়েছে মালদার গাজোল ব্লকের আদিনা ইকোপার্ক। যার জেরে উপচে পড়ছে পরিবার স্বজন দের নিয়ে ভিড়। আর এই কারণেই আদিনা ইকো পার্কে এই প্রথম চালু করা হয়েছে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা । এই ইকোপার্কে চালু করা হয়েছে একটি ক্যান্টিন ও। যেখানে পর্যটকরা কম খরচে সুস্বাদু খাবার পেয়ে যাবে।

সামনেই বড়দিন ও তার কিছু দিন পরেই নতুন বছর তাই অল্পদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন মালদা জেলার আদিনা ইকোপার্ক থেকে। কিভাবে যাবেন ভাবছেন তো? যেতে গেলে আপনাকে প্রথমে ট্রেনে করে পৌঁছে যেতে হবে মালদা সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান আদিনা ডিয়ার ফরেস্ট লাগোয়া আদিনা ইকোপার্কে।

Free Access

Related Articles