শান্ত শীতল সবুজে ঘেরা পাহাড়ি গ্রামের সেরা ঠিকানা কালিম্পঙের কোলে লুংসেল গ্রাম
The best address of the hill village is Lungsel village at the lap of Kalimpong

The Truth of Bengal: যত দিন যাচ্ছে উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা অজানা গন্তব্যে পর্যটকদের যাওয়ার ঝোঁক তত বাড়ছে। পর্যটকরা এখন কেবলই খোঁজ করছে শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি অফবিট ডেস্টিনেশনের। মালবাজার থেকে ৩৫ কিলোমিটার দূরেই সবুজের মাঝে পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম যার নাম লুংসেল। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের উঁচু এলাকায় অবস্থিত এই পাহাড়ি গ্রাম। যেখানে প্রকৃতির প্রাণবন্ত রূপ দেখতে পাবেন আপনি। এই গ্রামে গেলে আপনি যে দিকেই তাকাবেন শুধুই দেখতে পাবেন ঘন জঙ্গলে ঢাকা ছোট বড় নানা আকারের পাহাড়। এই পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুই দেখা যায়।
উত্তরবঙ্গের এমন অনেক জায়গা আছে যা মনে হয় যেন ক্যালেন্ডারে থাকা ছবির মত সুন্দর। লুংসেল ও ঠিক এইরকমই সুন্দর এক পাহাড়ি উপত্যকা। উঁচু পাহাড়ের ঢাল বেয়ে সরু হয়ে পড়ছে জলপ্রপাত। এ এক অপূর্ব দৃশ্য। লুংসেলের পর আর নেই পিচ রাস্তা। বাকি জায়গায় ঘুরতে গেলে আপনাকে ট্রেক করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। লুংসেল থেকে আপনি ডুয়ার্সের প্রায় সব নদনদী দেখার সুযোগ ও পেয়ে যাবেন।
এছাড়াও এখানে রয়েছে দুটি ভিউ পয়েন্ট যেখান থেকে আপনি দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা ও মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। এই গ্রামে খুব কম সংখ্যক মানুষ বসবাস করেন, এখানে গেলে এই পাহাড়ি মানুষের সাদা মাটা জীবনযাপনও আপনি খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। পাহাড়ি নানা রঙের ফুল ও পাখি দেখার সুযোগ পাওয়া যাবে এখানে। থাকার জন্য এখানে বাঁশের তৈরি আবার পাহাড়ের ঢালে কটেজের মত অনেক হোমস্টেও রয়েছে। লুংসেল যেতে হবে আপনাকে প্রথমে এনজেপি পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন কালিম্পং আর কালিম্পং থেকে আরও একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যান লুংসেল গ্রাম।