ভ্রমণ

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, বিশেষ ট্রেনে ভ্রমণের সুযোগ

Good news for travelers

The Truth of Bengal: শীত পড়তেই অনেকে বেড়াতে যেতে যান। বাক্স –প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েন দূরের দর্শনীয় স্থানে। ছুটির সময় সাধারণতঃ ট্রেনেই বেড়াতে যেতে যান বেশিরভাগ মানুষ। উচ্চবিত্তরা বিমানকে বেছে নিলেও মধ্যবিত্তরা ট্রেনে ঘুরতে যেতে চান। খরচ থেকে আরাম,সবের কথা মাথায় রেখে ভিনরাজ্যে ছুটে যান বাঙালি ভ্রমণপিপাসুরা। এতে ট্রেনে ভিড় বাড়ে। এরমধ্যে আইআরসিটিসি কম খরচে বেড়ানোর জন্য ঘোষণা করেছে প্যাকেজ ট্যুরের কথা। ডিসেম্বরে চালু হওয়া প্যাকেজের সুযোগ নিয়ে যাত্রীরা দূরদূরান্তে যাচ্ছেন। সবকিছু মাথায় রেখে ট্রেনে বার্থের সংখ্যা বাড়ানো হয়েছে। রেল প্রশাসন যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখার ওপর জোর দিচ্ছে।

শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেনে বার্থ খালি আছে

ফার্স্ট  ,সেকেন্ড,থার্ড এসি বুক করতে পারেন

৬,১৩,২০,২৭ তারিখ শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেনের

৪টি বিশেষ ট্রেনে ভ্রমণের সূযোগ রয়েছে বলে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। সাধ্যের মধ্যে সফরের এই সুবর্ণ সুযোগ ভ্রমণবিলাসীরা হাতছাড়া করতে নারাজ।এখন আরামদায়ক কামরায় তাঁরা বেড়িয়েও পড়তে চান।