৬ হাজারের কমে প্রিমিয়াম ফোন! Itel-এর এই মডেলে দারুণ চমক
Premium phone under 6 thousand! This model from Itel has a great surprise

Truth Of Bengal: মৌ বসু : প্রিমিয়াম কোয়ালিটির বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনতে চান? ৬ হাজার টাকার নীচে ভারতীয় ক্রেতাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন আনল Itel। Itel
Zeno 10 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৫,৯৯৯ টাকা থেকে। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে, যার দাম ৬৪৯৯ টাকা। এই ফোনটি অ্যামাজনে পাওয়া যাবে।
নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে 6.6-ইঞ্চি এলসিডি, এইচডি প্লাস রেজোলিউশন স্ক্রিন। এই বিশেষ স্মার্টফোনে অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটি Android 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এই বিশেষ স্মার্টফোনে ব্যাক সাইডে 8MP প্রাইমারি ক্যামেরা, এছাড়াও, ফোনটিতে একটি সেকেন্ডারি AI রিয়ার ক্যামেরাও সুবিধা আছে ফোনের ব্যাক সাইডে LED ফ্ল্যাশ লাইটও আছে।
সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।