৩ হাজার টাকার কম দামে ভালো সাউন্ড কোয়ালিটির ইয়ারবাডস আনল Noise
Noise brings good sound quality earbuds for less than 3 thousand taka

Truth Of Bengal: ভারতের বাজারে ভারতীয় ক্রেতাদের কথা ভেবে গ্যাজেট প্রস্তুতকারক সংস্থা নয়েজ Noise Air Buds 6 আনল। এর দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। ভালো সাউন্ড কোয়ালিটি এবং ডিপ বেসের জন্য এই ইয়ারবাডসে আছে 12.4mm ড্রাইভার। ফুল চার্জে এটিতে ৫০ ঘণ্টা ব্যাটারি লাইফ মিলবে। পেবল গ্রে, সেজ ব্লু এবং চারকোল ব্ল্যাক রঙে gonoise.com, Amazon.in ও Flipkart.com থেকে কিনতে পাওয়া যাবে এই ইয়ারবাডস।
নয়েজ এয়ার বাডস 6 এর বাডগুলি আইপিএক্স5 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। এই ইয়ারবাডস ৩২ ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) এবং মোট ৫০ ঘন্টা পর্যন্ত প্লেটাইমের সুবিধা মিলবে। আবার এর ইন্সটাচার্জ প্রযুক্তির সাহায্যে মাত্র ১০ মিনিটের চার্জে ১৫০ মিনিট গান শোনা যাবে। নয়েজ এয়ার বাডস 6 এ গেমাররা ৫০ এমএস আল্ট্রা-লো ল্যাটেন্সি এবং মাল্টিপয়েন্ট কানেক্টিভিটির সুবিধা পাবেন। এছাড়াও এতে আছে গুগল ফাস্ট পেয়ারিং, ইন-ইয়ার ডিটেকশন এবং শর্টকাট অ্যাকশন বাটনের মতো নানান রকম ফিচার।