আর নয় ৯০ সেকেন্ড, এবার ৩ মিনিটের রিল আপলোড করা যাবে ইনস্টাগ্রামে
No more 90 seconds, now you can upload 3-minute reels on Instagram

Truth Of Bengal: মৌ বসু: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড়ো সুবিধা আনল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এবার ইনস্টাগ্রামে ভিডিও আপলোডের জন্য আর ৩০ সেকেন্ড নয়, ৩ মিনিটের ভিডিও আপলোড করা যাবে ৷ এখন পর্যন্ত ইনস্টাগ্রামে সর্বোচ্চ ৯০ সেকেন্ডের রিল অর্থাৎ দেড় মিনিটের রিল আপলোড করা যেত ৷ নতুন ফিচারে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৮০ সেকেন্ডের অর্থাৎ ৩ মিনিটের রিলস আপলোড করতে পারবেন।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে এই নতুন ফিচারের কথা উল্লেখ করে বলেন, “আগে ইনস্টাগ্রামে রিলসের দৈর্ঘ্য ছিল মাত্র ৯০ সেকেন্ড ৷ কারণ ইনস্টাগ্রামকে একটি শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে রাখতে চেয়েছিলাম ৷ কিন্তু বর্তমানে একাধিক ভিডিয়ো নির্মাতা উল্লেখ করেছেন ৯০ সেকেন্ড ভিডিয়ো আপলোড বেশ কম ৷ তাই ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হয়েছে ৷ যা কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য করবে ৷”
উল্লেখ্য, কয়েক মাস আগে, YouTube-ও ছোট ভিডিওর দৈর্ঘ্য ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ১৮০ সেকেন্ড অর্থাৎ মোট ৩ মিনিট করেছে । এরপরে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও রিলের ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর কথা অনুরোধ করেন। এবার ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সেই অনুরোধ মেনে নিল ফলে এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন ।