শত্রুপক্ষের হাতে গোপন তথ্য ফাঁস হওয়া আটকাতে বিশেষ স্মার্টফোনের ব্যবহার ভারতীয় সেনায়
Indian Army uses special smartphones to prevent secret information from leaking to enemy

Truth Of Bengal: মৌ বসু: সেনাবাহিনীর চাকরিতে গোপন তথ্যকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচিয়ে গোপন রাখা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। কারণ, প্রযুক্তির হাত ধরেই শত্রুপক্ষের হাতে গোপন তথ্য, রণকৌশলের তত্ত্বতালাশ ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভারতীয় সেনাবাহিনীতে গোপন তথ্য স্মার্টফোনের সাহায্যে ফাঁস হওয়া আটকাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি SAMBHAV স্মার্টফোন বিলি করা হয়েছে সেনা আধিকারিকদের মধ্যে। টেলিযোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করতে এই বিশেষ স্মার্টফোন দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বিশেষ মোবাইল অ্যাপ রয়েছে এই SAMBHAV স্মার্টফোনে যাতে কোনো ভাবে গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই। ৩০ হাজার এমন স্মার্টফোন বিলি করা হয়েছে।
কী এই SAMBHAV স্মার্টফোন
SAMBHAV বা সিক্যুয়র আর্মি মোবাইল ভারত ভার্সন স্মার্টফোনে রয়েছে হোয়াটসঅ্যাপের মতো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন এম-সিগমা। আগে তথ্য আদানপ্রদানের জন্য সেনা আধিকারিকরা হোয়াটসঅ্যাপের ওপর নির্ভর করতেন কিন্তু অনেক ক্ষেত্রে তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। SAMBHAV বা সিক্যুয়র আর্মি মোবাইল ভারত ভার্সন স্মার্টফোনে এম-সিগমা অ্যাপের মাধ্যমে সহজে ও নিরাপদে তথ্য, ছবি, ভিডিও শেয়ার করা যাবে বলে দাবি সেনা কর্তৃপক্ষের। নিরাপদ টেলিযোগাযোগ ব্যবস্থা ও ইনস্ট্যান্ট কানেক্টিভিটি ব্যবস্থা সুনিশ্চিত করতে ভারতীয় সেনাবাহিনী নিজস্ব ‘এন্ড টু এন্ড মোবাইল ইকোসিস্টেম’ তৈরি করেছে। আধুনিক ৫জি প্রযুক্তিতে চলবে এই SAMBHAV বা সিক্যুয়র আর্মি মোবাইল ভারত ভার্সন স্মার্টফোন। একেবারে এনক্রিপ্টেড।
কী কী সুবিধা আছে SAMBHAV স্মার্টফোনে
স্মার্টফোনে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ভিত্তিক ম্যাপ সিস্টেম যা নির্ভুল নেভিগেশনে সাহায্য করবে। সঠিক রণকৌশল স্থির করা সম্ভব হবে। যে কোনো মোবাইল নেটওয়ার্কেই চলবে এই স্মার্টফোন। চ্যালেঞ্জিং পরিবেশেও নেটওয়ার্কের অসুবিধা হবে না। এই বিশেষ স্মার্টফোনে আগে থেকে ইনস্টল করা থাকবে গুরুত্বপূর্ণ সেনা আধিকারিকদের নম্বর যাতে ম্যানুয়ালি নম্বর যোগ করার প্রয়োজন পড়বে না।