স্মার্টফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন? কীভাবে ফোন আনলক করবেন জানুন?
Forgot smartphone password

The Truth of Bengal,Mou Basu: বেশিরভাগ মানুষের জীবনই এখন স্মার্টফোন নির্ভর হয়ে পড়েছে। দৈনন্দিন ব্যবহারিক জীবন এখন পরিচালিত হয় মুঠোফোন দ্বারা। কিন্তু ব্যবহারের পাশাপাশি ফোনকে সুরক্ষিত রাখাও সমান জরুরি। এবার সেখানেই অনেক সময় বিপত্তি দেখা যায়। কারণ এতরকম পাসওয়ার্ড মনে রাখাই সত্যি কঠিন। অনেকেই স্মার্টফোনের পাসওয়ার্ড ভুলে যান। তখন ফোন আনলক করতে পারেন না। এমন অভিজ্ঞতা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে কী করবেন?
ধরুন আপনার সাধের স্মার্টফোন পাসওয়ার্ড দিয়ে লক করা এদিকে আপনি বেমালুম ভুলে গেছেন কী পাসওয়ার্ড ব্যবহার করেছেন। তাহলে কীভাবে ফের আনলক করবেন আপনার স্মার্টফোন?
এক্ষেত্রে আপনার স্মার্টফোনকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। এক্ষেত্রে আপনার স্মার্টফোনের লেটেস্ট অ্যান্ড্রয়েড এনক্রিপ্ট ডেটার ভার্সন জানতে হবে।
তবে একটা কথা মনে রাখবেন ফোনে থাকা তথ্যের ব্যাকআপ নেওয়া না থাকলে ফ্যাক্টরি রিসেট করলে সে সব তথ্য আর পাবেন না। তবে ফোনটি আনলক করতে পারবেন। একদম প্রথমে কেনার সময়ের মতো নতুন হয়ে যাবে আপনার স্মার্টফোন।
কীভাবে আপনার স্মার্টফোনের ফ্যাক্টরি রিসেট করবেন?
ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি
২ ধাপে অ্যান্ড্রয়েড ফোন ফ্যাক্টরি রিসেট করতে পারেন। প্রথম উপায় হল, গুগলের ”Find My Device” ফিচারের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোনের মধ্যে থাকা তথ্য রিমোটলি মুছে দিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে ”Find My Device” অপশন চালু রাখতে হবে। যদি এই অপশন চালু না রাখেন তাহলে আপনাকে দ্বিতীয় “Recovery Mode” অপশন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাকে ফোনের সঙ্গে যুক্ত গুগল অ্যাকাউন্ট আর তার পাসওয়ার্ড মনে রাখতে হবে। এই তথ্য ছাড়া আপনার স্মার্টফোন আনলক করা যাবে না।
কীভাবে ব্যবহার করবেন “Find My device” অপশন?
কম্পিউটার বা অন্য কোনো মোবাইলের ব্রাউজার খুলে এই লিঙ্কে ক্লিক করুন-
[android.com/find](https://android.com/find)
এবার লক থাকা ফোনের সঙ্গে যুক্ত গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। ওপরের বাঁদিকে নির্দিষ্ট যে ফোনের তথ্য মুছে দিতে চান তার তালিকা আসবে। নির্দিষ্ট ফোন বেছে নিন।
” Erase device” অপশনে ক্লিক করলেই লক থাকা ফোনের সব তথ্য মুছে যাবে।
এরপর স্ক্রিনে আসা নির্দেশ মেনে চলুন ফোন চালু করতে। অবশ্যই গুগল অ্যাকাউন্ট ভেরিফাই করুন।
কীভাবে recovery mode ব্যবহার করবেন?
জোরে টিপে রাখুন ফোনের পাওয়ার বোতাম। বোতামটি জোরে টিপে থাকার পাশাপাশি ভলিউম ডাউন বোতামও টিপে রাখতে হবে। এরপর ভলিউম আপ আর ডাউন বোতাম একসঙ্গে ব্যবহার করতে হবে মেনুতে যেতে। মেনুতে থাকবে রিকভারি মোড। নির্দিষ্ট অপশন বেছে নিন পাওয়ার বোতাম ব্যবহার করে। স্ক্রিনে আসবে No command অপশন। পাওয়ার বোতাম আর ভলিউম আপ বোতাম একসঙ্গে টিপে রাখুন। নতুন মেনু পপ আপে খুলে যাবে। ভলিউম আপ আর ডাউন বোতাম ব্যবহার করে “wipe data/factory reset” অপশনে পৌঁছে পাওয়ার বোতাম বেছে নিন। ফ্যাক্টরি ডেটা রিসেট অপশনে স্ক্রোল করে পৌঁছোন ভলিউম কি ব্যবহার করে। পাওয়ার বোতাম ব্যবহার করে সিলেক্ট করুন। রিসেট সম্পূর্ণ হয়ে গেলে স্ক্রিনে ডেটা ওয়াইপ ফুটে আসবে। এরপর ভলিউম কি ব্যবহার করে রিবুট সিস্টেম নাও অপশনে পৌঁছোন। পাওয়ার বোতাম ব্যবহার করে সিলেক্ট করুন।
Free Access