অতিরিক্ত সময় ধরে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে বুঁদ ভারতের শিশুরা, গবেষণায় প্রকাশ বাড়ছে ড্রাই আইজের সমস্যা
Children of India spend more time on mobiles, computers, laptops

Truth of bengal: করোনা পরিস্থিতিতে বাড়ি থেকেই চলত অনলাইনে পড়াশোনা। এখন প্রয়োজনীয় অভ্যাস বদভ্যাসে পরিণত হয়েছে। ভারতের শিশুরা দীর্ঘ সময় ধরে বুঁদ থাকছে স্মার্টফোন, টিভি আর ল্যাপটপের স্ক্রিনে। এই বদভ্যাসই ডেকে আনছে অনেক বিপদ। আহমেদাবাদের বি জে মেডিক্যাল কলেজের, রাজকোটের পিডিইউ সরকারি মেডিক্যাল কলেজ ও সাতনার সরকারি মেডিক্যাল কলেজের একদল গবেষক মিলে করা গবেষণায় দেখিয়েছেন দীর্ঘ সময় ধরে একটানা স্ক্রিন টাইমে বুঁদ হয়ে থাকার ফলেই ভারতের শিশুদের মধ্যে ড্রাই আইজের মতো চোখের অসুখের সমস্যা বাড়ছে।
গবেষণায় দেখা গেছে, যে সব শিশু একটানা ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার বেশি কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে বুঁদ হয়ে থাকছে তাদের মধ্যে ড্রাই আইজের মতো চোখের অসুখের সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। ড্রাই আইজের সমস্যা হলে চোখ শুকনো হয়ে যায়। চোখ জ্বালা জ্বালা করে, লাল হয়ে যায় আর দৃষ্টিশক্তির সমস্যা হয়। ৪৬২ জন শিশুর ওপর গবেষণা চালানো হয়।
গড় বয়স ছিল ১১ বছর। ৯০% শিশুর চোখের সমস্যা দেখা যায়। গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে Indian Journal of Opthalmology নামক জার্নালে। অন্যদিকে, মনোবিজ্ঞানী এরিক সিগম্যান International Child Neurology Association নামক জার্নালে দেখিয়েছেন, দীর্ঘ সময় ধরে একটানা ডিজিটাল স্ক্রিনে অর্থাৎ টিভি, ল্যাপটপ বা স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকলে নানান রকম শারীরিক ও মানসিক সমস্যা দেখা যায় শিশুদের মধ্যে। বিশেষ করে কায়িক পরিশ্রম না করে দীর্ঘ সময় বৈদ্যুতিক গ্যাজেটে বুঁদ হওয়ার কারণে স্থুলতা মহামারীর রূপ নিচ্ছে।
এছাড়াও উল্লেখযোগ্য হারে বাড়ছে হৃদরোগের সমস্যা, টাইপ টু ডায়াবেটিসের মতো অসুখ। এছাড়াও শিশুদের মস্তিষ্কের নিউরাল ডেভেলপমেন্ট ব্যাহত হয়। ফলে মস্তিষ্কের মধ্যে বদল ঘটে। অতিরিক্ত স্ক্রিন টাইমের জেরে অনেক শিশুদের কথা বলার স্টাইল বদলে যায়। নানান রকম নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার দেখা যায়।