সাবধান! নিজের আইআরসিটিসি আইডি দিয়ে অন্যের টিকিট কাটছেন? নতুন নিয়মে হতে পারে হাজতবাস
Buy another ticket with your IRCTC ID

The Truth of Bengal: পরোপকার করা ভালো কিন্তু এবার পরোপকার করতে গিয়ে কিন্তু ফ্যাঁসাদেও পড়তে পারেন। হতে পারে জেলযাত্রাও। অনেকেই আইআরসিটিসিতে নিজের অ্যাকাউন্ট আইডি ব্যবহার করে পরের জন্য ট্রেনের টিকিট কেটে দেন। কিন্তু নয়া নিয়মে এর জন্য শ্রীঘরে অর্থাৎ জেলে ঠাঁই হতে পারে। রেলওয়ে আইনের ১৪৩ ধারা অনুযায়ী একমাত্র সরকারি ভাবে নিযুক্ত এজেন্টরাই তৃতীয় পক্ষের বা অচেনা অজানা কারোর জন্য টিকিট বুকিং করতে পারেন।
এই নিয়ম লঙ্ঘন করলে ৩ বছরের জেল আর ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নয়া নিয়মে স্পষ্ট বলা হয়েছে, আইআরসিটিসির অ্যাকাউন্টে ব্যক্তিগত আইডি ব্যবহার করলে একমাত্র রক্তের সম্পর্কের কারোর বা একই পদবীধারী কারোর জন্য টিকিট বুকিং করতে পারবেন।
বন্ধু বা অন্য কারোর জন্য করলে জেল জরিমানা, দু’টোই হবে।তৎকালে এসি টিকিট বুকিং সকাল ১০টা থেকে আর নন এসি টিকিট বুকিং সকাল ১১টা থেকে শুরু হবে। আধার কার্ড সংযুক্ত আইআরসিটিসির আইডি ব্যবহার করে মাসে ২৪টা টিকিট বুকিং করা যাবে। আধার কার্ডের সংযোগ না থাকলে ১২টা টিকিট বুকিং করা যাবে।