প্রযুক্তি

রোগী আত্মহত্যাপ্রবণ কিনা চিকিৎসকদের চিহ্নিত করতে সাহায্য করবে এআই!

AI will help doctors identify whether a patient is suicidal!

Truth Of Bengal: মৌ বসু: অনেক সময় জটিল রোগের ক্ষেত্রে রোগীদের মনে বেঁচে থাকার ইচ্ছেটুকুও মরে যায়। দীর্ঘ সময় ধরে চলা চিকিৎসা পদ্ধতি, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশ্বাস না পাওয়া ও বিপুল চিকিৎসার খরচের জেরে অনেক রোগী আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠেন।

JAMA Network Open নামক জার্নালে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে আত্মহত্যা রোখা সম্ভব। গবেষণা রিপোর্টে ২টি পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছে। একটা অটোমেটিক পপ আপ পদ্ধতি যাতে ডাক্তারের কাছে অ্যালার্ট চলে আসবে। দ্বিতীয় পদ্ধতিতে রোগীর ইলেকট্রনিক চার্টে সম্ভাব্য ঝুঁকির বিশদ বিবরণ তুলে ধরা হবে। গবেষক দল দেখতে পেয়েছে, ইন্টারাপ্টিভ অ্যালার্ট ৪২% আত্মহত্যার ঝুঁকি কমাতে পেরেছে। সেখানে প্যাসিভ সিস্টেম রোগীর ইলেকট্রনিক চার্টে আসা অ্যালার্ট আত্মহত্যার ঝুঁকি কমাতে পারে মাত্র ৪%।

ভ্যান্ডেরবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের বায়োমেডিক্যাল ইনফর্মেটিক্স মেডিসিন অ্যান্ড সাইক্রিয়াটিকের সহকারী অধ্যাপক কলিন ওয়ালশ জানান, বেশির ভাগ আত্মঘাতী মানুষ মানসিক সমস্যা নিয়ে মৃত্যুর এক বছর আগে অন্তত মনোচিকিৎসককে দেখিয়েছেন। তাঁরা রোগীর মানসিক সমস্যা দূর করতে এআই প্রযুক্তি নির্ভর ভিএসএআইএল মডেল তৈরি করেছেন। এই মডেল রোগীর ইলেকট্রনিক হেলথ রেকর্ড নিয়মিত পরীক্ষা করবে। এতে রোগীর আত্মহত্যা করার প্রবণতার ঝুঁকি কমবে বলে দাবি গবেষক দলের।

Related Articles