
The Truth of Bengal: যুগ পাল্টাচ্ছে, একইসঙ্গে প্রতিদিন অত্যাধুনিক হয়ে উঠছে প্রযুক্তিও। অত্যাধুনিক প্রযুক্তিতে ভর করে হাল ফ্যাশনের বৈদ্যুতিক গ্যাজেটসও নজর কাড়ছে। এখন মানব জীবনের সবকিছুই মুঠোফোন নির্ভর। অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ, সবকিছুই এখন স্মার্টফোন দ্বারা পরিচালিত হচ্ছে। প্রতিদিন বদলাচ্ছে স্মার্টফোনের ডিজাইনও।
যেমন, এবার রিস্টব্যান্ড, স্মার্ট ওয়াচের মতো কবজিতে লাগানো যাবে স্মার্টফোন। টেক জায়ান্ট মোটোরোলা আনতে চলেছে এমনই অভিনব ডিজাইনের স্মার্টফোন।অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনের ডিসপ্লে এমনই যে তা খুব সহজে কবজিতে জড়ানো যাবে। ২০২৩ সালের বার্ষিক লেনোভো টেক ওয়ার্ল্ডে প্রথম বার সামনে আনা হয় pOLED ডিসপ্লেওয়ালা এই ফোন।
বিভিন্ন স্ট্যান্ড মোডে রাখা যায় এই ফোন।মোটোরোলা সূত্রে খবর, সিম্পল ফ্ল্যাট পজিশনে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি pOLED ডিসপ্লে হবে। ব্যবহারকারীরা স্মার্ট ওয়াচের মতো কবজিতে লাগিয়ে এই ফোন ব্যবহার করতে পারবেন। তবে কবে এই ফোনের লঞ্চ হবে তা খোলসা করেনি মোটোরোলা।
Free Access