১৬ জিবি RAM ও ৩২ এমপি সেলফি ক্যামেরা! Vivo-র নতুন ফোনে দারুণ চমক
16 GB RAM and 32 MP selfie camera! Vivo's new phone is a great surprise

Truth Of Bengal: মৌ বসু : মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 প্রসেসর, 16GB পর্যন্ত RAM, 512GB পর্যন্ত স্টোরেজ এবং 32MP সেলফি ক্যামেরাযুক্ত Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন আনল Vivo।
12GB RAM ও 256GB স্টোরেজযুক্ত Vivo X200 ফোনের দাম রাখা হয়েছে ৬৫,৯৯৯ টাকা। একইভাবে ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম পড়বে ৭১,৯৯৯ টাকা। ই-কমার্স প্লাটফর্ম আমাজনে এই ফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। HDFC ব্যাঙ্ক, SBI এবং Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডধারীরা এই ফোন কেনার সময় ৭২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। Vivo X200 ফোনটি Cosmos Black এবং Natural Green রঙে পাওয়া যাবে।
Vivo X200 ফোনে 6.67-ইঞ্চির 2K OLED ডিসপ্লে রয়েছে। এতে আর্মার গ্লাস প্রোটেকশন রয়েছে। Vivo X200 ফোনে MediaTek Dimensity 9400 চিপসেট রয়েছে। Vivo X200 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে Zeiss অপ্টিমাইজ 50MP Sony IMX921 OIS প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony IMX882 টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200 ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি রয়েছে।
নয়া মডেলের স্মার্টফোন Funtouch OS 15 এবং Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। এতে 4 বছর Android আপডেট এবং ৫ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। জল ও ধুলোর হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP68/69 রেটিং রয়েছে। পাশাপাশি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC এবং Circle to Search ফিচার আছে।