হিন্দুদের রংয়ের উৎসবে কেন অংশগ্রহণ শামির মেয়ের, তোপ মৌলবীর
Why did Shami's daughter participate in the Hindu festival of colors, Top Maulvi asked?

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলার জন্য রোজা রাখতে পারেননি মহম্মদ শামি। তার ফলে তাঁকে নিয়ে তোপ দেগেছিল অল ইন্ডিয়া মুসলিম জামাত।
এবার সেই সংগঠনেরই প্রেসিডেন্ট মৌলানা শাহবুদ্দিন রাজভি তোপ দাগলেন শামিকে নিয়ে। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘শামির মেয়ে অত্যন্ত বুদ্ধিমান হয়েও যদি এই কাজটা করে থাকে, তাহলে তা খুব অন্যায়। এবং এই কাজ শরিয়ত বিরোধী।’
তিনি আরও বলেন, ‘শামির মেয়ে যদি ছোট থাকে এবং না বুঝে সে রংয়ের উৎসবে নিজেকে সামিল করে, তাহলে তা কোনও দোষের নয়। কিন্তু যদি সে বড় হয়ে বুঝে এই করে তাহলে অবশ্যই তা মুসিলম আইন বিরুদ্ধ। এবং আমার তরফ থেকে আমি শামিকে অনুরোধ করছি, যাতে তাঁর পরিবারের সদস্য ও তাঁর কন্যাকে যেন এমন কিছু কাজ করতে দেবেন না যা মুসলিম ধর্ম বিরুদ্ধ। কেননা মুসিলম ধর্মাবলম্বীদের উচিত হোলি উৎসব এড়িয়ে চলা। হোলি মূলত হিন্দুদের খুব বড় উৎসব। তা বলে এটি মুসলিমদের কোনও উৎসব নয়। এটা মাথায় রেখেই শামির পরিবারের কাজ করা উচিত।’
এর পাশাপাশি রাজভি সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করার জন্য ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার ও মহম্মদ সামিকে ধন্যবাদ জানাই। অসাধারণ পারফরম্যান্স করে তাঁরা দেশকে সাফল্য এনে দিয়েছেন।