টাটা স্টিল মাস্টার্সে খেলতে গিয়ে দর্শকদের কুনজরে দিব্যা, সোশ্যাল সাইটে সরব দাবাড়ু
While playing at the Tata Steel Masters, Divya Kunzre the audience, Sarab Dabaru on social media

The Truth Of Bengal : ভারতের দাবাড়ু দিব্যা দেশমুখ নেদারল্যান্ডে আয়োজিত টাটা স্টিল মাস্টার্সে খেলতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তা এবার নিজের মুখে স্বীকার করেছেন তিনি। দর্শকদের মানসিকতা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন। খেলার দিকে নয় দর্শকদের বেশি নজর ছিল তার চুল পোশাক নিয়ে। উচ্চারণ নিয়ে ছিল মাতামাতি। বেশ কয়েকটা দিন ধরে তিনি এ বিষয়ে মুখ খুলবেন বলে মনে করেছিলেন। অবশেষে সোশ্যাল সাইটে পোস্ট করে তাঁর এই অভিজ্ঞতার কথা বলেছেন।
তারই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন দীর্ঘদিন ধরে ভাবছিলেন এ বিষয়ে তিনি লিখবেন। টুর্নামেন্ট শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন সেক্ষেত্রে। এবিষয়ে অভিজ্ঞতা একদম ভালো নয়। খেলোয়াড়দের সৌন্দর্য বেশভূষা নিয়ে বেশি চর্চা হয়। পুরুষ খেলোয়াড়দের খেলা নিয়ে বেশি মাতামাতি হয় অথচ মহিলা খেলোয়াড়দের খেলা নিয়ে কোনো রকম কথা হয় না যা নিয়ে তিনি ভীষণ হতাশ। আসলে তার কথায় লিঙ্গ বৈষম্য উঠে এসেছে। সদ্য উঠে আসা এই মহিলা দাবাড়ু ৬৪ খোপের খেলায় বেশ সুনাম অর্জন করেছেন।
কিন্তু বিদেশে গিয়ে তার অভিজ্ঞতা একদম ভালো হয়নি। আশা করেননি এমনটা। আশাহত তিনি। ১৮ বছর বয়সী দিব্যা টাটা স্টিল মাস্টার্সে ৪.৫ স্কোর করে ১২ তম স্থানে শেষ করেছেন। নিজের খেলা নিয়ে তিনি নিজে খুব গর্বিত ছিলেন কিন্তু দর্শকদের তাঁর পোশাক চুল উচ্চারণ নিয়ে মাতামাতিতে তিনি সোশ্যাল সাইটের সরব বলছেন আর সে কারণে দিব্যার এই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে দেশের দাবা মহলে।
FREE ACCESS