
Truth of Bengal: একদিকে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেট ব্যস্ত, ঠিক সেই সময় ক্যাঙারুদের দেশেই নিলামে উঠল বিরাট কোহলির ব্যবহার করা ব্যাট।
সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে ভারতীয় ব্যাটসম্যান কোহলির স্বাক্ষর করা একটি ব্যাট নিলামের জন্য রাখা হয়েছে। ব্যাট দাম ধার্য করা হয়েছে ২ লক্ষ ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম হবে ১ লক্ষ ৬৪ হাজার টাকা। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সাংবাদিক নরম্যান কোচানেক বিরাটের ব্যবহার করা সেই ব্যাট হাতে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিরাটের ব্যাটে শোভা পেত ভারতের অন্যতম টায়ার কোম্পানি এমআরএফ-র লোগো। প্রথমে ভারতীয় ব্যাটসম্যানটির সঙ্গে ২০১৭ সাল অবধি চুক্তি ছিল এই কোম্পানির। তখন বিরাট চুক্তির অর্থ হিসেবে পেতেন বছরে ৬ কোটি ৫০ লক্ষ টাকা।
এরপর বিরাটের সঙ্গে সেই চুক্তির মেয়াদ বৃদ্ধি করে টায়ার কোম্পানিটি। বর্তমানে বিরাটের সঙ্গে তাদের চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। এই আট বছরে বিরাট ওই কোম্পানির কাছ থেকে অর্থ পাবেন মোট ১০০ কোটি টাকা।