খেলা

ঠিক হয়ে গেল ডুরান্ড কাপের ডার্বির সম্ভাব্য দিনক্ষণ

The probable date of the Durand Cup derby has been decided

The Truth of Bengal: ডুরান্ডের ডার্বি ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ স্থির করে ফেলল আয়োজকেরা। বৃহস্পতিবার নব মহাকরণে ক্রীড়ামন্ত্রী সঙ্গে বৈঠক হয় ডুরান্ড আয়োজক, আই এফ এ কর্তা ও তিন শিবিরের প্রধানদের। বৈঠকে স্থির হয় ১৮ আগস্ট ডুরান্ডের ডার্বি আয়োজিত হবে। ডুরান্ড কাপের ডার্বির সম্ভাব্য দিনক্ষণ স্থির হল। ১৮ আগস্ট হবে ডুরান্ডের ডার্বি। নিউ সেক্রেটারি বিল্ডিং এ ডুরান্ডের আয়োজকদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ তিন শিবিরের কর্তারা।

বৈঠকে  ঠিক হয় ডার্বির দিনক্ষণ। বৈঠকে ইস্টবেঙ্গল এ তরফ থেকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার, মোহনবাগানের দেবাশীষ দত্ত, মহামেডান ক্লাবের কামরুদ্দিন আহমেদ ও ইস্তিয়াক আহমেদ রাজু। ডুরান্ডে একই গ্রুপে থাকবে দুই প্রধান। কলকাতা লিগে ও একই গ্রুপে  ছিল দুই প্রধান। যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে বৈঠকে জানানো হয়েছে এর তারিখ নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করবেন তারা।

জুলাই কলকাতা লিগের ডার্বি হিসাব বলছে তাহলে এক মাসের মধ্যে দ্বিতীয়বার ডার্বি খেলতে লাগবে জুজুধান দুই শিবির। শুধুমাত্র ম্যাচের দিনক্ষণ নয় কোন মাঠে কটি ম্যাচ খেলানো যায় টিকিট বন্ধন কিভাবে করা হবে? সব বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যশালী টুর্নামেন্ট ডুরান্ড কাপ। ৩১ আগস্ট হবে ফাইনাল। ডুরান্ডে মোট 24টি দল অংশ নেবে 43 টি ম্যাচ হবে। ছটি গ্রুপে ভাগ করা হবে ২৪টি দলকে।

Related Articles