খেলা

ভারতীয় ক্রীড়ার গর্ব ক্যান্সার আক্রান্ত সোমনাথ সুপ্রিম নির্দেশে আজ বেকার

The pride of Indian sports, cancer-stricken Somnath, is unemployed today on Supreme Court orders.

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: এ যেন এক বেদনাদায়ক উপাখ্যান। সাফল্যের শিখর থেকে নিচে নামিয়েছিল কর্কট রোগ। এবার হঠাৎ করেই চাকরি চলে যাওয়ার নোটিশ। কার্যত দিশেহারা নদিয়ার সোমনাথ মালো। ২০০২ সালে হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় তেরঙা। এরপর মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় সোমনাথ মালো। ২০১৬ সালে চাকরি পান তিনি। ছিলেন স্কুলের করণিক পদের দায়িত্বে। কোনওরকমে চলছিল তাঁর চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণ।

বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয় প্রায় ২৬০০০ চাকরি। রেয়াত পেলেন না সোমনাথও। কীভাবে সংসার চলবে, মারণ রোগের চিকিৎসা করবেন কীভাবে, পরিবারের মুখে অন্ন কোথা থেকে আসবে, সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়েছেন নদিয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপের কর্মরত সোমনাথ মালো। পরিবারের রয়েছে কন্যা সন্তান ও স্ত্রী।

মাত্র তিন বছর বয়সে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েন। থেমে থাকেনি জীবনযুদ্ধের লড়াই। প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। এরপর ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাউথ কোরিয়ায়, সেখানে সোনার মেডেল ছিনিয়ে নেন সোমনাথ মালো। জাতীয় সঙ্গীত গেয়ে উড়িয়েছিলেন ভারতীয় তেরঙা। ছিল স্কুলের চাকরি। ভালই চলছিল সংসার। দু’চোখে ছিল হাজার স্বপ্ন। সন্তানকে বড় করে মানুষ গড়ে তোলার স্বপ্ন।

অল্প বেতনের সি গ্রুপের চাকরিতেই খুশি ছিল সোমনাথের পরিবার। কিন্তু হঠাৎ সুনামিতে রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের চাকরি বাতিলের মধ্যেই উঠে এল তাঁর নামও। এমত পরিস্থিতিতে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমনাথ মালো কী করবেন বুঝে উঠতে পারছেন না।

স্ত্রীর চোখ দিয়ে পড়ছে অশ্রু, মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কীভাবে বেঁচে থাকবেন তিনি। বর্তমান পরিস্থিতিতে হতাশা গ্রাস করেছে সোমনাথ বাবুর পরিবারকে। নদিয়ার তাহেরপুর পুরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা সোমনাথ মালো বলছেন, আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমা পালের নাম বহাল থাকলেও তাঁর নাম বাতিল করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার করজোড়ে প্রার্থনা, রাজ্য সরকার-ই একমাত্র তাঁর পরিবারকে বাঁচাতে পারে।

Related Articles