
The Truth of Bengal: গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার গুজরাট ছাড়া প্রায় নিশ্চিত। এদিকে বড় প্রশ্ন উঠে আসছে গুজরাটের অধিনায়ক কে হবেন ? সেই জায়গায় নাম উঠে আসছে শুভমান গিলের। তাছাড়া গুজরাট টাইটানসে এই মুহূর্তে গিল ছাড়া অধিনায়কত্বের জন্য অন্য তেমন কেউ নেই। এর আগে গিল অধিনায়কত্বের কোন অভিজ্ঞতা না থাকলেও তার মধ্যে যে বিরাট সম্ভাবনা আছে এটা বিশেষজ্ঞ বলছেন। ফলে মনে করা হচ্ছে হার্দিকের পরে গিলই পেতে পারেন অধিনায়কের দায়িত্ব গতবছর আইপিএলের পর থেকেই জল্পণা ছিল শুভমান ই হবেন পরবর্তী অধিনায়ক।
তাছাড়াও গতবার আইপিয়েলের আগেই গুজরাট টাইটান্স প্রধান গিলকে নিয়ে মন্তব্য করে তিনি বলেছিলেন, শুভমান গিল একজন অল্পবয়সী খেলোয়াড়, তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। আগামী দিনের ক্যাপ্টেন হিসেবে তিনি দলের অন্যতম যোগ্য দাবিদার। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শুধু হার্দিক নয় সঙ্গে এই তালিকায় রয়েছে রশিদ খান ও কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি ২০ সবেতেই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের।
অপরদিকে, টি ২০-তে রশিদ খান বরাবরই উজ্জ্বল নাম। যদিও তালিকার প্রথমে নাম রয়েছে শুভমানের । আইপিএল-এ গুজরাটের হয়ে দু’টি সিজনেই বেশ ভালো খেলেছেন শুভমন। ভারতীয় দলেও তিনটি ফরম্যাটেই তাঁর জায়গা আপাতত পাকা। শুভমান কে অনেক সময় বিরাট সচিনদের সঙ্গে তুলনা করা হয়। তাঁকে ভারতের পরবর্তী ‘যুবরাজ’ বলেও কেউ কেউ আখ্যায়িত করছে। এর আগে কলকাতা নাইট রাইডার্স থেকে গিল গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।